গ্রো-আপ সুনামধন্য এনজিও (ROSA) রোসা’র একটি প্রকল্প। রোসা এনজিও বিগত ৩১ বছর যাবত বাংলাদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
বিশ্বাসযোগ্যতা ও নির্ভরতার জন্য গ্রো-আপের প্রকল্পে বিনিয়োগের পূর্বে অনলাইনে, সমাজসেবা অধিদপ্তর এবং যেকোনো ব্যাংকের মাধ্যমে আমাদের যাবতীয় লাইসেন্স এবং এম.আর.এ সার্টিফিকেট নাম্বার যাচাই করে নিতে পারবেন।
এছাড়া আপনার বিনিয়োগের নিরাপত্তা প্রদানে গ্রো-আপ লিগ্যাল টিম দিচ্ছে,
গ্রো-আপ শরীয়াহভিত্তিক প্রকল্প যা মুরাবাহ চুক্তির মাধ্যমে কার্য পরিচালনা করে থাকে। গ্রো-আপ প্রকল্প এর মুনাফার একটি অংশ সমাজের অসহায়, দুঃস্থ এবং এতিম মানুষের জন্য ব্যয় করা হয় দেশ ও মানুষের কল্যাণে।
যেকোন জিজ্ঞাসায় ফোন বা ওয়াটসএপ করুন, +8801713-269591, +8801713-269592
কর্পোরেট অফিসঃ 6th floor, Ambon Complex 99, Mohakhali C/A, Dhaka