মূল সংবাদ পড়তে নিচের লেখায় ক্লিক করুন,
বিডি-প্রতিদিন: গ্রো-আপ প্রকল্পে স্বাবলম্বী কৃষক
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের অনেক কৃষকই আজো মূলধনের স্বল্পতার কারণে উন্নত প্রযুক্তি কিংবা অধিক উৎপাদনক্ষম উপকরণ থেকে বঞ্চিত। অথচ, উৎপাদন বাড়াতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগ্রো-ইনোভেশনের বিকল্প নেই। এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কৃষকদের পাশে দাঁড়াতে কাজ করছে GrowUp.
১/ মুরগি পালনে উদ্যমী পরিবর্তন
নাটোরের বনপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ জাকির হোসেন আগে তাঁর খামারে সর্বোচ্চ ৩০০ টি মুরগি পালন করতেন। GrowUp এর বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় তার মুরগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০০ টিতে। খরচ খুব একটা বাড়েনি, তবে মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাকির হোসেন জানান, “আগে খামারে ২০০ মুরগি ছিল, এখন একই খামারে ১০০০ মুরগি পালি। খরচ খুব একটা বাড়ে নাই, কিন্তু পরিশ্রম বেশি। লাভও বাড়ছে।”
২/ গরু পালনে নতুন দিশা
কলসনগর গ্রামের স্বামী পরিত্যক্তা ও তিন সন্তানের জননী মোসাম্মৎ রহিমা খাতুন দীর্ঘদিন আর্থিক সংকটে ভুগছিলেন। বাড়তি চিকিৎসা খরচ মেটাতে গত বছরই একমাত্র গরুটি বিক্রি করতে বাধ্য হন তিনি। GrowUp প্রকল্পের আওতায় দুটি গরু পান তিনি।
GrowUp কীভাবে সহায়তা করে?
স্বল্পপুঁজির উদ্যোগ: কৃষকদের বিরুদ্ধে উচ্চ সুদে ঋণ নিতে হয় না; সরাসরি বিনিয়োগের ব্যবস্থা আছে।
বাজারসংযোগ: মধ্যস্বত্তভোগীদের এড়িয়ে কৃষকরা নিজেরা মূল্যবান পণ্যের বাজারজাত করতে পারেন।
প্রযুক্তি ও প্রশিক্ষণ: আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পশুপালন দক্ষতায় কৃষকদের সক্ষম করে তোলা হয়।
এসব উদ্যোগ কৃষকদের আয় বৃদ্ধি করে তাদের আত্মনির্ভর করে তুলছে।
আপনিও এই সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে অংশ নিতে চান?
GrowUp এর বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ ও বিস্তারিত জানতে ভিজিট করুন,
https://growupagro.tech/projects